জাতীয়

খালেদা জিয়ার কার্যালয়ের ইমাম মারা গেছেন

ঢাকা, ২০ জানুয়ারি- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ইমাম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :  গ্রিন সিটি যেন স্বপ্নের শহর

শায়রুল কবির খান বলেন, প্রয়াত হাফেজ জয়নাল আবেদিন বিএনপির নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সময় মতো নামাজ পড়াতেন। প্রতিবছর রোজায় এখানে তিনি তারাবির নামাজও পড়াতেন। এর আগে তিনি বনানীতে চেয়ারপারসন কার্যালয়ে নামাজ পড়াতেন। অবসর সময়ে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কোরআন শিক্ষা দিতেন।

তার মৃত্যুতে গুলশান কার্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা শোক প্রকাশ করেছেন।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/২০ জানুয়ারি

Back to top button