দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা
জোহানেসবার্গ, ১৯ জানুয়ারি – দক্ষিণ আফিকার জোহানেসবার্গের ব্রিক্সটনে আবদুল হক (৩০) নামে এক যুবককে দুবৃর্ত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারসূত্রে এ তথ্য জানা গেছে।
নিহত আবদুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চাপরাশি বাড়ির রফিক উল্লার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল হক প্রায় আট বছর ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রিক্সটনে ব্যবসা করে আসছিলেন। চার মাস আগে দেশের বাড়িতে এসে কিছু দিন আগে তিনি আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।
মঙ্গলবার সকালে একদল দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী স্কুলের বাউন্ডারির ভেতর নির্জন স্থানে পিটিয়ে এবং ইট দিয়ে মাথা থেতলে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে মরদেহ ব্রিক্সটন পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার সঙ্গে সোমালিয়ান এক নাগরিকের দোকানের বিল্ডিং নিয়ে বিরোধ ছিল বলে জানা গেছে।
কী কারণে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এন এ/ ১৯ জানুয়ারি