শিক্ষা

দেড় বছরেও ঘোষণা হয়নি অনার্স ফাইনালের ফল

লিয়াকত আলী বাদল

রংপুর, ১২ অক্টোবর- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অসহনীয় সেশনজট দূর করে পরীক্ষার ফল প্রকাশের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে এ অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যেও দেশের বিভিন্ন স্থান হতে সকাল থেকে শত শত শিক্ষার্থী এসে এতে অংশ নেন। শিক্ষার্থীদের অভিযোগ, এই বিভাগের প্রতিটি ব্যাচেই দুই থেকে তিন বছরের সেশনজট চলছে। অনার্স ফাইনাল পরীক্ষা দেড় বছর আগে অনুষ্ঠিত হলেও এখনও ফল ঘোষণা করা হয়নি। একজন শিক্ষার্থীর ৭ বছরেও অনার্স শেষ হয়নি, কবে শেষ হবে, কবে পরীক্ষার ফল পাওয়া যাবে, বিশ্ববিদ্যালয়ের কেউই তা নিশ্চিত করে বলতে পারছেন না। এ অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে তাদের।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এর আগেও অনেক বার সেশনজট দূর করার জন্য তারা আন্দোলন করেছেন। প্রশাসন আশ্বাস দিয়েছে কিন্তু দৃশ্যমান কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তারা আরও জানান, উপাচার্য দিনের পর দিন, মাসের পর মাস বিশ্ববিদ্যালয়ে আসেন না। আসলেও সকালে বিমানে এসে বিকালে ঢাকায় চলে যান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কিভাবে চলছে তা নিয়ে তার কোনও মাথাব্যথা নেই। এমন অযোগ্য উপাচার্য দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় চলতে পারে না বলেও জানান তারা।

শিক্ষার্থী সালমা জানান, প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে দুই-তিন বছর লাগে এখানে। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। আমাদের বাবা-মার কাড়ি কাড়ি টাকা নেই লেখাপড়া ছাড়াই বছরের পর বছর পড়ে থাকবো।

সুজন বলেন, অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি দেড় বছর আগে। এখনও ফল ঘোষণা করা হয়নি। ইউজিসি কি করে? তারা সমস্যাগুলো দেখে না? তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য নিজেই বিশ্ববিদ্যালয়ে আসেন না, সেক্ষেত্রে এই অভিভাবকহীন বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ করে দিলেই পারেন। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরবার বলেন, ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ৬ বছরেও অনার্স ফাইনাল পরীক্ষা দিতে পারিনি।

আরও পড়ুন: মহামারির কারণে অনিশ্চয়তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯ লক্ষাধিক শিক্ষার্থী

অন্য শিক্ষার্থীরা জানান, অনেক সহ্য করেছি। আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। এবার আন্দোলনে নেমেছি, এর শেষ দেখতে চাই। শিক্ষার্থীরা ৪ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ, সেশনজট নিরসনে অনলাইনে ক্লাশ চালু এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করার দাবি জানান। না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর আতিয়ার রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের ব্যাপারে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা বলেন, আলোচনা এর আগেও হয়েছে। লাভ তো কিছুই হয়নি।

পরীক্ষার ফল দীর্ঘদিনেও প্রকাশ না হওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করে প্রক্টর বলেন, এ বিভাগে কিছু জটিলতা আছে। কি জটিলতা তা বলতে চাননি তিনি। তবে শিক্ষার্থীদের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলছেন বলে জানান।

এম এন / ১২ অক্টোবর

Back to top button