মাদারীপুর

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলছে

মাদারীপুর, ১৯ জানুয়ারি- শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় পুনরায় শুরু হয় ফেরি চলাচল।

আরও পড়ুন :  বিভিন্ন কাজে রোহিঙ্গাদের দক্ষ করে তুলতে যেসব উদ্যোগ নিয়েছে সরকার

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশা কেটে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।

গতকাল সোমবার (১৮ জানুয়ারি) রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় ৭টি ফেরি মাঝপদ্মায় আটকা পড়ে। এছাড়া ঘাট এলাকায় আটকা পড়ে কয়েক শ পণ্য ও যাত্রীবাহী যানবাহন।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/১৯ জানুয়ারি

Back to top button