সৌরভের হৃদযন্ত্রেও ধরা পড়ল ব্লকেজ
কলকাতা, ১৮ জানুয়ারি- কয়েকদিন আগেই আচমকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে। সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। এবার তার দাদা স্নেহাশিষের বুকেও ধরা পড়ল ব্লকেজ।
জানা গিয়েছে, বাড়ি ফেরার পরে সৌরভ নিজ উদ্যোগে দাদাকে হেলথ চেকআপ করাতে বলেন। কারণ সৌরভ নিজে ভুক্তভোগী।
আগামী ২২ জানুয়ারি স্নেহাশিসের বুকে স্টেন্ট বসবে। সৌরভেরও আরও স্টেন্ট বসানো বাকি। শোনা গেল, তিনি আরও কয়েক জন ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। তাঁর ক্ষেত্রে দ্বিতীয় দফার স্টেন্ট বসতে পারে এ মাসের শেষ দিকে।
আরও পড়ুন : পাকিস্তানের নিরাপত্তা দেখে ‘যুদ্ধ’ ‘যুদ্ধ’ লাগছে প্রোটিয়াদের
প্রসঙ্গত, সৌরভের অসুস্থতার সময় জানা গিয়েছিল, হৃদরোগের ‘ফ্যামিলি হিস্ট্রি’ আছে গঙ্গোপাধ্যায় পরিবারের। অর্থাৎ পারিবারিক ভাবেই হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আছে সৌরভদের। তাছাড়া, সদ্য সৌরভ যেভাবে মৃদু হার্ট অ্যাটাকের শিকার হলেন তা উদ্বেগ বাড়িয়েছে পরিবারের অন্য সদস্যদেরও। সেকারণেই বাড়তি যত্ন নেওয়া হচ্ছে স্নেহাশিসের। তাঁর মেডিক্যাল চেক-আপও এই বাড়তি সচেতনতারই অংশ। আর চেক-আপ করতে গিয়েই ধরা পড়ল ব্লকেজের কথা।
সূত্র: কলকাতা২৪x৭
আর/০৮:১৪/১৮ জানুয়ারি