ইসরায়েলে ভ্যাকসিন পার্শ্বপ্রতিক্রিয়ায় ১৩ জনের মুখ অবশ
জেরুজালেম, ১৮ জানুয়ারি- নভেল করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়ে ইসরায়েলে ১৩ জন ‘ফেসিয়াল প্যারালাইসিসে’ পড়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ইনেটের বরাতে এ খবর দিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।
ডব্লিউআইওএন সূত্রে আউটলুক ইন্ডিয়া জানায়, করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে মুখ অবশ হওয়ার পর ঠিক হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাদের একজন ইনেটকে বলেন, ফেসিয়াল প্যারালাইসিস নিয়ে অন্তত ২৮ ঘণ্টা আমি ঘুরেছি।
এর আগে খবরে প্রকাশ পায়, ইসরায়েলে ফাইজারের করোনা টিকা নেয়া প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ২৪০ জন কয়েক দিন পর নতুন রোগটিতে আক্রান্ত হয়েছেন।
গেল বছরের ২০ ডিসেম্বর ইসরায়েলে টিকাদান কর্মসূচি চালু করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশের প্রথম ব্যক্তি হিসেবে তিনি নিজে ক্যামেরার সামনে প্রকাশ্যে ভ্যাকসিন নেন।
আরও পড়ুন : ১৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র
এদিকে নরওয়েতে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেছেন অন্তত ২৩ জন মানুষ। মারা যাওয়া ব্যক্তিদের সবার বয়স ৮০ বছরের বেশি। নরওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
বছরের প্রথম দিন পর্তুগালের এক স্বাস্থ্যকর্মীও মারা যান ফাইজারের টিকা নেওয়ার পর। রবিবার টিকা নেয়ার ২৪ ঘণ্টা পর ভারতের উত্তরপ্রদেশে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। দেশটিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড দেয়া হচ্ছে মানুষকে।
সূত্র: দেশ রপান্তর
আর/০৮:১৪/১৮ জানুয়ারি