জাতীয়

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরতে র‌্যাবের হটলাইন চালু

ঢাকা, ১৮ জানুয়ারি- জঙ্গিবাদে সম্পৃক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হটলাইন ইমেইল আইডি চালু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৮ জানুয়ারি) চালু করা হলো [email protected] র‌্যাবের এই হটলাইন ইমেইল আইডি।

এই ইমেইলে যোগাযোগ করে পলাতক জঙ্গিরা র‌্যাব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। তাদের প্রথমে আত্মসমপর্ণের সুযোগ দেওয়া হবে। পরে, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে। একজন র‌্যাব কর্মকর্তা সার্বক্ষণিক এ হটলাইন আইডিটি পর্যবেক্ষণ ও পরিচালনা করবেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, যেসব জঙ্গি স্বাভাবিক জীবনে ফেরত আসতে চায় অথবা যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত তাদের আইনি সহযোগিতার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, অভিযুক্তকে অবশ্যই আগে আইনি অপরাধের সমাধান করতে হবে।

আরও পড়ুন :  স্ত্রীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, সমাজে সুস্থ জীবনযাপনের জন্য সহযোগিতা করবে এই বাহিনী। এছাড়া, মানসিক সহযোগিতাও দেওয়া হবে।

পরিচয় গোপন করেও অপরাধীরা এখানে যোগাযোগ করতে পারবে বলেও জানান পরিচালক আশিক বিল্লাহ। এ উদ্যোগের মাধ্যমে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফেরার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে দেশের এই এলিট ফোর্স।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/১৮ জানুয়ারি

Back to top button