আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান আর নেই
চট্টগ্রাম, ১৮ জানুয়ারি- ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান সেলিম।
সোমবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমকে তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ বোখারী আজম।
তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক শোক বার্তায় তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন : বাবুল হত্যার পলাতক আসামি দেলোয়ার গ্রেফতার
পৃথক শোক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তারেক সোলেমান সেলিম এবারও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন। তবে এবার তিনি দলের মনোনয়ন পাননি। তার স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও চার ভাই রয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আর/০৮:১৪/১৮ জানুয়ারি