দিনাজপুর

দিনাজপুরে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার, ইউপি সদস্য আটক

দিনাজপুর, ১২ অক্টোবর- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করা একটি পোস্ট ফেসবুকে শেয়ার দেয়ায় দিনাজপুরের চিরিরবন্দরে শাহীন বাবু (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিনুর রহমান বাংলাবাজার এলাকার আতিকুর রহমানের ছেলে। তিনি উপজেলার ৮নং সাইতাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানিয়েছে, গত ৭ অক্টোবর ফেসবুক (Tarek Ahmad) নামে একটি আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। রোববার শাহিনুর রহমান ওই ছবিটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহীন বাবু থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একই উপজেলায় পুলিশ পরিচয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের সময় আকাসাদ দৌলা (৪৫) ও বাশার বিপুল (৪২) নামে দুজনকে আটক করেছেন এলাকাবাসী। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: সেই অবৈধ বাঁধ কেটে দিলেন ইউএনও

আটক আকাসাদ দৌলা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কয়নিজপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে এবং বাশার বিপুল মুন্সিপাড়ার মৃত আব্দুল বারেকের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার এলাকার কৃষক আবুল হোসেনের বাড়িতে পুলিশ সদস্য পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করছিল ওই দুইজন। এ সময় এলাকাবাসী তাদের আটক করে এবং ৯৯৯ নম্বরে ফোন দিয়ে চিরিরবন্দর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/১০ অক্টোবর

Back to top button