ফুটবল

ঋতুপর্ণাকে পেতে চায় ইউরোপের ক্লাব

ঢাকা, ০২ নভেম্বর – ইউরোপসহ একাধিক বিদেশি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন নারী সাফের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বাংলাদেশ নারী ফুটবল দলের ঋতুপর্ণা। যদিও বাংলাদেশের নারী ফুটবলারদের বিদেশি ক্লাবে খেলার ঘটনা নতুন নয়। এর আগে ভারতের ক্লাবে খেলেছেন সাবিনা-সানজিদারা। তবে ইউরোপের ক্লাব থেকে প্রস্তাব আসা বাংলাদেশের নারী ফুটবলের জন্য চমকপ্রদ ঘটনা।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ঘড়ির কাটায় ম্যাচের ৮১ মিনিট, ১-১ সমতায় বাংলাদেশ-নেপাল। ঠিক সে সময় বক্সের বাম প্রান্তে বল পেয়ে ক্রস গোছের একটি শট করেন ঋতুপর্ণা চাকমা। নেপালি গোলকিপারের মাথার ওপর দিয়ে বল ঠাঁই পায় জালে। সেটাই শেষ পর্যন্ত বাংলাদেশের জয়সূচক গোল হয়ে থাকে। তার গোলেই টানা দ্বিতীয়বার সাফ জয় করে বাংলাদেশ নারী ফুটবল দল।

সম্প্রতি ঋতুপর্ণা দুই বিদেশি ক্লাবে খেলার প্রস্তাবের কথা নিজেই জানিয়ে বলেন, আমি কিন্তু এই সাফ চলাবস্থায় ভারতের একটি ক্লাব ও ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি।

তবে সবকিছু চূড়ান্ত হওয়ার আগে ক্লাবের নাম জানাতে চান না ঋতুপর্ণা, তিনি বলেন, এটা এখনই বলা বারণ আছে। সব কিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাব। তবে ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে।

প্রসঙ্গত, গত বছর ভারতীয় ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন সাবিনা। এর আগে ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ নভেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language