অন্যান্য

শেখ জামালের নামে জাতীয় টেনিস কমপ্লেক্সের নামকরণ

ঢাকা, ১৮ জানুয়ারি – টেনিস ফেডারেশনের অন্যতম ভেন্যু হিসেবে পরিচিত ঢাকার রমনা টেনিস কমপ্লেক্স। এখন থেকে এই কমপ্লেক্সটি পরিচিতি পাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের নামে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সোমবার লেফটেন্যান্ট শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের নামকরণ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গণমাধ্যমে বলেছেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যই দেশের ক্রীড়াঙ্গনে এক একটি আলোকবর্তিকা। স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদান সূর্যের আলোর ন্যায় দীপ্তমান। তিনি নিজেও একজন সফল টেনিস খেলোয়াড় ছিলেন।’

আরও পড়ুন : দেশের দ্রুততম মানব-মানবী ইসমাইল ও শিরিন

এর পরেই তিনি যোগ করেছেন, ‘আমরা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানাতে ও ক্রীড়াঙ্গনে তার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে জাতীয় টেনিস কমপ্লেক্সকে লেফটেন্যান্ট শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স হিসেবে নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

এরইমধ্যে টেনিস কমপ্লেক্সটি আধুনিকায়ন করতে আটটি নতুন কোর্ট ফ্ল্যাডলাইট স্থাপন করা হয়েছে। এছাড়া জিমনেশিয়াম নির্মাণ, প্রধান ফটক সংস্কার ও আধুনিকায়ন, আবাসিক সুবিধাসহ মিডিয়া সেন্টার নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কাজও শেষ হয়েছে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এ/ ১৮ জানুয়ারি

Back to top button