মানিকগঞ্জ

ফেরি চলাচল শুরু পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে

মানিকগঞ্জ,, ১৮ জানুয়ারি- ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফেরি চলাচলের খবর জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান। এর আগে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে রেখেছিলো বিআইডব্লিউটিসি।

আরও পড়ুন :  রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

জিল্লুর রহমান জানান, রাতে পদ্মা নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এসময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মা নদীতে ৪ থেকে ৫টি ফেরি নোঙ্গর করে। তাই দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে সকাল ১০টার দিকে কুয়াশার প্রকোপ কেটে যাওয়ায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

পাটুরিয়া ঘাট এলাকায় কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/১৮ জানুয়ারি

 

Back to top button