পাকিস্তানের নিরাপত্তা দেখে ‘যুদ্ধ’ ‘যুদ্ধ’ লাগছে প্রোটিয়াদের
ইসলামাবাদ, ১৮ জানুয়ারি- অনেক কাঠখড় পুড়িয়ে নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে এসেছে পাকিস্তান। জঙ্গি আক্রান্ত দেশটিতে ধীরে ধীরে আন্তর্জাতিক দলগুলো যেতে শুরু করেছে। তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ছেড়ে পাকিস্তানের দিকে রওনা হওয়ার আগে মার্ক বাউচার বলেছিলেন, পাকিস্তান যে ক্রিকেট খেলার জন্য নিরাপদ, তা নিয়ে তার কোনো সন্দেহ নেই। কিন্তু গতকাল পাকিস্তানে গিয়ে নিরাপত্তার বহর দেখে প্রোটিয়া দলের অনেকেই হতবাক!
১৪ বছর পর পাকিস্তান সফরে এসেছে দক্ষিণ আফ্রিকার জাতীয় দল। সফরকারী দলের স্পিনার তাবরেজ শামসি পাকিস্তানের নিরাপত্তা নিয়ে একাধিক টুইট করেছেন। প্রথম টুইটে তিনি একটি ভিডিও পোস্ট করেন। যাতে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তা ফাঁকা করে বিমানবন্দর থেকে প্রোটিয়া ক্রিকেটারদের হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের গাড়ির সামনে যুদ্ধসাজে সজ্জিত সশস্ত্র বাহিনীর গাড়ি। আকাশে হেলিকপ্টার। ভিডিওর ক্যাপশনে শামসি লিখেছেন, ‘কঠোর নিরাপত্তাব্যবস্থা।’
আরও পড়ুন : উইন্ডিজের বিপক্ষে টাইগারদের বিশেষ জার্সি
এরপর তিনি আরও একটি টুইট করেন। যাতে দেখা গেছে পাকিস্তানের সেনাবাহিনীর দুজন সদস্য অত্যাধুনিক অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে শামসি লিখেছেন, ‘বাস্তব জীবনের কল অব ডিউটি। তাদের বন্দুক কিন্তু ছোট নয় এবং তারা নিজেদের কাজে কোনো ছাড় দেবে না।’ পাকিস্তানের মাটিতে ক্রিকেট হওয়া মানে এখন যুদ্ধ যুদ্ধ ভাব। চারদিক নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে রাখা। সেনাদের হাতে থাকা অত্যাধুনিক অস্ত্রের সামনে দাঁড়িয়ে ক্রিকেট খেলা। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৬ জানুয়ারি করাচিতে প্রথম টেস্ট। পুরো সিরিজে তাদের যুদ্ধ যুদ্ধ পরিবেশেই থাকতে হবে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা দলের টিম বাসে জঙ্গি হামলার পর ২০০৯ সাল থেকে কোনো দলই পাকিস্তানে যায়নি। এই আন্তর্জাতিক সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৪ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ৫৯ জন ডিএসপি, ৩ হাজার ৬১২ জন কনস্টেবল, ৩১ জন নারী পুলিশ, র্যাপিড রেসপন্স ফোর্সের ৩০০ ও বিশেষ নিরাপত্তা ইউনিটের ১ হাজার ৮০ জন কমান্ডার! যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্পেশাল ফোর্সের সোয়াট টিম।
Security is TIGHT! 🚁#Karachi #Pakistan #PAKvSA 🇵🇰🇿🇦 pic.twitter.com/SCjIOf22Pr
— Tabraiz Shamsi (@shamsi90) January 16, 2021
সূত্র: কালের কন্ঠ
আর/০৮:১৪/১৮ জানুয়ারি