বলিউড

অমিতাভ নাতনির ভাইরাল ছবি তুলল কে?

মুম্বাই, ১৭ জানুয়ারি- বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন অমিতাভ নাতনি নভ্যা নভেলি নন্দা। দীর্ঘদিন ইনস্টাগ্রামে তার প্রোফাইল থাকলেও, তিনি তা ‘প্রাইভেট’ করে রেখেছিলেন। কিন্তু অমিতাভ বচ্চনের নাতনি সেই প্রোফাইল পাবলিক করতেই বেড়েছে তার ফলোয়ারের সংখ্যা।

শনিবার (১৬ জানুয়ারি) তার এক ছবি নিয়ে শুরু হয়েছে বিশাল হইচই। কে তুলে দিয়েছে ওই ছবি?

আরও পড়ুন :  নিষেধাজ্ঞার কবলে ‘কেজিএফ চ্যাপ্টার ২’

নিজের গ্ল্যামারাস চেহারার একটি ছবি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তা দেখে একেবারে পাগলপ্রায় অনুরাগীরা। কিন্তু সেটাই আলোচনায় আসার একমাত্র কারণ নয়। আরও বড় কারণ, ছবির নিচে তার প্রেমিক মিজান জাফরির মন্তব্য। এরপরই তার ভক্তরা গুঞ্জন শুরু করেছেন, তবে কি মিজানই তুলে দিয়েছে ওই ছবি যা এতদিন গোপন করে রেখেছিলেন নভ্যা?

তবে মিজান তার প্রেমিক কিনা, তা নিয়ে নভ্যা অবশ্য কখনও প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’জনের কথাবার্তা ও দু’জনের ভাবের আদান-প্রদান দেখে অনেকেরই ধারণা, তাদের রসায়নে বন্ধুত্বের সঙ্গে ‘প্রেম’ জুড়ে আছে। সেই আলোচনাই আবার উস্কে দিল নভ্যার ছবি তোলা নিয়ে পোস্ট করা ছবির নিচে মিজানের মন্তব্য।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/১৭ জানুয়ারি

Back to top button