যশোর

এক্সপ্রেস ট্রেনের ‘পাওয়ারকার’ ভস্মীভূত

যশোর, ১৭ জানুয়ারি – যশোরের অভয়নগরে বাংলাদেশ রেলওয়ের নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের বগি আগুনে ভস্মীভূত হয়েছে। রোববার ভোরে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহসীন জানান, রোববার ভোর আনুমানিক সাড়ে ৩টার সময় খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া রেলস্টেশনে দাঁড়ায়। এ সময় ওই ট্রেনের পাওয়ারকারের বগিতে আগুন লেগে যায়। ট্রেনে ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভাতে ব্যর্থ হলে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ট্রেনটি যাত্রী নিয়ে ফের খুলনায় ফিরে যায়।

আরও পড়ুন : মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত

তিনি বলেন, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পাওয়ারকারের বগিটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার স্টেশনের অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছে আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

সূত্র : যুগান্তর
এন এ/ ১৭ জানুয়ারি

Back to top button