উইন্ডিজের বিপক্ষে টাইগারদের বিশেষ জার্সি
ঢাকা, ১৭ জানুয়ারি- বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উৎযাপনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশেষ জার্সি পড়ে খেলবে টাইগাররা, যে জার্সির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য তুলে ধরা হবে। সেই জার্সিতে থাকছে বিশেষত্ব। লাল-সবুজের এই জার্সিতে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য তুলে ধরবে সাকিব আল হাসান, তামিম ইকবালরা।
বিগত সময় ধরে নিজেদের রিট্রো জার্সি পরে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া, ভারতের মতো দলরা। আর তাই বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা আশা করেছিলেন কবে তামিম-মুশফিকরা ভারত-অস্ট্রেলিয়ার মতো রিট্রো জার্সি পরে মাঠে নামবেন। তবে আসন্ন সিরিজে রিট্রো জার্সি না হলেও অন্তত নতুন জার্সি দেখা যাবে সাকিব-মুশফিকদের গায়ে।
২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে লাল-সবুজের সংমিশ্রণে বিশেষ জার্সিতে মাঠ মাতাবে বাংলাদেশ দল। কেমন হবে সেই জার্সি তার ধারণা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। তিনি বলেন, ‘আমরা পুরো দেশবাসীর মতো ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররাও এটার সাথে জড়িত হতে যাচ্ছি। যেহেতু এটা আমাদের ৫০তম স্বাধীনতা দিবস, তাই সবার কাছেই এটি স্পেশাল। সেটা উদযাপন করার জন্য জার্সির কথাটা মাথায় রেখেছি।’
বাংলাদেশের জাতীয় পতাকাকে অনুসরণ করেই জার্সি বানানো হয়েছে বলে জানিয়েছেন আকরাম খান, ‘জার্সিটা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা অনুসরণ করেই করেছি। সবুজ এবং লাল রঙের মিশ্রণে জার্সিটা করা হয়েছে, অন্য কোন রঙ নেই।’
আরও পড়ুন : সুন্দর-শারদুলের অনন্য রেকর্ডে ঘুরে দাঁড়াল ভারত
জার্সিতে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা আমরা তুলে ধরেছি। এছাড়াও আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উদযাপন করেছে সেটিও তুলে ধরা হয়েছে এবং তার সাথে আমাদের যে স্মৃতিসৌধ রয়েছে সেটিও ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি জার্সিটা ভালো লাগবে।’
২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, করোনা পরবর্তী ক্রিকেটে এটাই হতে যাচ্ছে টাইগারদের জন্য প্রথম ম্যাচ। সিরিজের বাকি ২ ম্যাচ ২২ ও ২৫ জানুয়ারি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আর/০৮:১৪/১৭ জানুয়ারি