৬ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
নরসিংদী, ১৭ জানুয়ারি – শিল্প ও শ্রমিক বাঁচাতে বিড়ির ওপর শুল্ক কমানোসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে নরসিংদী জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন।
রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় নরসিংদী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা চলতি অর্থবছরের বাজেটে বিড়ির উপর অতিরিক্ত চার টাকা মূল্যস্তর প্রত্যাহার, বিড়িতে অগ্রীম ১০% আয়কর প্রত্যাহার, সিগারেটের ন্যায় বিড়িতেও তিন মূল্যস্তর করণ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ভারতের ন্যায় বিড়ি শিল্প সুরক্ষা আইন বাস্তবায়ণের দাবি জানান।
আরও পড়ুন : লোকমান হত্যা মামলার আসামি মেয়র প্রার্থী, পাল্টাল ২৪ ঘণ্টা পর
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন- বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, নরসিংদী জেলা বিড়ি শ্রমিক নেতা আলী নোমান প্রমুখ।
মানববন্ধন শেষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।
সূত্র : জাগো নিউজ
এন এ/ ১৭ জানুয়ারি