ফাইনালে মেসি খেলবেন কি না প্রশ্নে যা বললেন বার্সা কোচ
স্প্যানিশ সুপার কাপে এবার ‘এল ক্লাসিকো’ হলো না। ফাইনালে বার্সেলোনা নাম লেখালেও সেমিতে ঝরে গেছে রিয়াল মাদ্রিদ।
গত ১৫ জানুয়ারি জিদানের শিষ্যদের পরাজিত করে ফাইনালের টিকিট কাটে অ্যাথলেটিক বিলবাও।
রোববার দিবাগত রাত ২টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও।
কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
চোটের কারণে গত ১৩ জানুয়ারি সেমিফাইনালে অনুপস্থিত ছিলেন মেসি। বার্সার সর্বকালের সর্বোচ্চ স্কোরারকে ছাড়াই রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছিলেন কোম্যানের শিষ্যরা।
আরও পড়ুন : খেলা ছেড়ে পুরোদস্তুর কোচ
তবে সেদিন মেসির অনুপস্থিতি ভালোই টের পেয়েছিল বার্সা। গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের অসাধারণ গোলকিপিংয়ে সে যাত্রায় রক্ষা পায় বার্সা।
এদিকে মাত্র চার দিনে পুরোপুরি ফিটনেস পাওয়ার কথা নয় মেসির। তাই রোববারের ফাইনালে মেসির খেলার সম্ভাবনা কতটুকু, তা নিয়ে প্রশ্ন চলছে দিনভর।
এ প্রশ্নে বার্সা কোচ কোম্যান বলেছেন, ‘আসলে সব কিছু মেসির ওপরই নির্ভর করছে। ওই সিদ্ধান্ত নেবে খেলবে কিনা। কারণ শরীরিক সমস্যাটা ওর নিজের। তবে খেলার জন্য শতভাগ ফিটনেস থাকা প্রয়োজন।’
ফাইনালে মেসি না খেললে দল চাপে থাকবে স্বীকার করে বার্সা কোচ বলেন, ‘মেসি থাকলে দল শক্তিশালী হয়ে ওঠে তাতে সন্দেহ নেই। ও যেভাবে প্রভাব বিস্তার করে, স্কোর করে, সেটি এখন আমরা খুব মিস করছি। কিন্তু ওকে ফিরতে হলে তো শতভাগ ফিটনেস প্রয়োজন। আবার এটাও মনে রাখতে হবে এই ম্যাচটাই মৌসুমের শেষ নয়।’
সবশেষে কোম্যান বলেন, আমাদের অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য ও যে, ওর যেসব হালকা চোট সমস্যা আছে, সেগুলো ম্যাচের আগে পুরোপুরি ঠিক হয় কিনা।
সূত্র : যুগান্তর
এন এ/ ১৭ জানুয়ারি