দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা

কাবুল, ১৭ জানুয়ারি- আফগানিস্তানের সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার কাবুলের রাস্তায় তাদেরকে গুলি করা হয়। সেসময় ওই দুই বিচারক গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন। আদালতের মুখপাত্র এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

দেশটিতে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকজন সাংবাদিক, অধিকারকর্মী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। সর্বশেষ সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হলেন শীর্ষ আদালতের দুই নারী বিচারক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে আরও সেনা সরিয়ে নেয়ার পরই এই ঘটনা ঘটলো। দেশটিতে এখন আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে।

রবিবার ভোরে কাবুলের কালা-ই-ফাতুল্লাহ এলাকায় এই গুলির ঘটনা ঘটে। এতে তাদের গাড়িচালক আহত হয়েছেন। এখনো কেউ এই ঘটনার দ্বায় স্বীকার করেনি।

আরও পড়ুন :  তুরস্কের মতো নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত

সম্প্রতি ধারাবাহিকভাবে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এই হামলার জন্য তালেবানকে দায়ী করা হয়। তবে তালেবান এসব হামলার কথা অস্বীকার করেছে।

দেশটিতে শান্তি ফেরাতে কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা চালাচ্ছে তালেবান ও আফগান সরকার। এই আলোচনার মধ্যস্ততা করছে কাতার ও যুক্তরাষ্ট্র।

সূত্র: ঢাকাটাইমস

আর/০৮:১৪/১৭ জানুয়ারি

Back to top button