দক্ষিণ এশিয়া

বিয়ের জন্য চাপ, প্রেমিকাকে মেরে পুঁতে রাখল প্রেমিক!

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি- প্রেমিকের চেয়ে বড় হওয়ায় বার বার বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন প্রেমিকা। বিয়ের কথা বলাটাই কাল হলো নারীর। ওই প্রেমিকাকে খুন করে ফ্ল্যাটের দেওয়ালে পুঁতে দিল প্রেমিক।

সম্প্রতি ওই প্রেমিককে মহারষ্ট্রের পালঘর জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, এই প্রেমিক যুগলের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল।

পুলিশ বলছে, ওই ফ্ল্যাটের দেয়াল ভেঙে উদ্ধার করা হয় ৩২ বছর বয়সী ওই নারীর কঙ্কাল। গত বছরের অক্টোবরে খুন করা হয় তাকে। এরপর ভনগাঁওয়ের ফ্ল্যাটের দেওয়াল ভেঙে নারীকে ঢুকিয়ে গেঁথে দেওয়া হয় দেওয়াল।

আরও পড়ুন :  ১৮ হাজার কোটি টাকার অস্ত্র কিনছে ভারত

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৫ বছরের সম্পর্ক ছিল তাদের। অক্টোবরের ২১ তারিখ শেষ বারের মতো দেখা গেছে ওই যুবতীকে। তারপরেই খোঁজ খবর শুরু করে পরিবার। দীর্ঘদিন বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খবর দেয় পুলিশে।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে খুন ও অন্য বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ প্রশাসন।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/১৬ জানুয়ারি

Back to top button