ভোলা
লঞ্চের ধাক্কায় পা হারালেন কোহিনুর
ভোলা, ১৬ জানুয়ারি- ভোলা থেকে ঢাকা যাওয়ার জন্য লঞ্চঘাটে এসে পা হারালেন কোহিনুর বেগম (৩৮) নামের এক নারী। ফারহান-৫ লঞ্চের চাপায় তার বাম পা দ্বিখণ্ডিত হয়েছে।
আহত ওই নারী ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির মো. সালাউদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান।
আরও পড়ুন : করোনায় আক্রান্ত সাবেক এমপি এম এম শাহীন
শনিবার রাত পৌনে ৯টার দিকে দৌলতখান লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আর/০৮:১৪/১৬ জানুয়ারি