বাগেরহাট

নৌকার পক্ষে কাজ করায় তিন বিএনপি নেতা বহিষ্কার

বাগেরহাট, ১৬ জানুয়ারি- মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর পক্ষে কাজ করার দায়ে পৌর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আ. সালাম ব্যাপারী।

শনিবার (১৬ জানুয়ারি) বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন :  রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খানের শারীরিক অবস্থার উন্নতি

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে এবং সরকার দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সভা, প্রচারণা ও বক্তব্য রাখায় তাদের বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির সিনিয়র সভাপতি খলিলুর রহমান তার নিজ বাড়িতে সরকারদলীয় প্রার্থীকে প্রধান অতিথি করে সভা করেন এবং সভার সভাপতিত্ব করেন। সেই সভায় মাহাবুবুর রহমান মানিক ও আ. সালাম ব্যাপারীও উপস্থিত ছিলেন এবং তারাও বক্তব্য রাখেন।

এছাড়া বিভিন্ন সময়ে এই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের এবং সরকারদলীয়দের সঙ্গে আঁতাত করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করারও অভিযোগ রয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

আর/০৮:১৪/১৬ জানুয়ারি

Back to top button