জাতীয়

রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খানের শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা, ১৬ জানুয়ারি- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খানের শারীরিক অবস্থার অবস্থার উন্নতি হয়েছে। তার করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ বি এম জামাল এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিরাজুল আলম খানের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. জামাল জানান, তার শারীরিক অবস্থা আগের চাইতে উন্নতি হয়েছে। করোনার পরীক্ষা নেগেটিভসহ অন্যান্য রিপোর্ট ভালো। তাকে মুখে খাবার দেওয়া হয়েছে। আশা করি, সবকিছু ঠিক থাকলে আগামীকাল ওনাকে ছুটি দেওয়া হবে।

ডা. এ বি এম জামাল বলেন, তিনি আগে থেকেই সিওপিডি (শ্বাসকষ্ট) রোগী। তবে তিনি ইনহেলার নেন না। আর ২০ বছর আগে তার হার্টের বাইপাস হয়েছে। তবে এখন তার হার্টে সমস্যা নেই। আর তার বয়সও ৮২ বছর।

অধ্যাপক জামাল আরও বলেন, আমরা মেডিক্যাল বোর্ড তাকে ২৪ ঘণ্টাই পর্যবেক্ষণ করছি। আজ সকালেও আমাদের বোর্ডের প্রফেসররা তাকে দেখেছেন। কোভিডের জন্য তিনিও হাসপাতালে থাকতে চাচ্ছেন না।

আরও পড়ুন :  নিজ এলাকায় ভোট দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গত বুধবার দিবাগত রাতে সিরাজুল আলম খানকে ঢাকা মেডিকেলের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। পর দিন তাকে নেওয়া হয় কেবিনে। বর্তমানে সেখানেই আছেন এই রাজনীতিবিদ। তার ঠিকমতো ঘুম ও পায়খানা হচ্ছিল না। শ্বাসকষ্টসহ নানাবিদ সমস্যা জানিয়েছিলেন চিকিৎসকদের।

এর পর পরই সিরাজুল আলম খানের চিকিৎসায় ঢাকা মেডিক্যালের ৬টি বিভাগের প্রধানকে নিয়ে গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। এই মেডিক্যাল বোর্ডের অধীনেই তার চিকিৎসা চলছে।

সূত্র: বাংলানিউজ

আর/০৮:১৪/১৬ জানুয়ারি

Back to top button