উত্তর আমেরিকা

বিদায়ের আগে চিঠিতে বাইডেনকে কি লিখে যাচ্ছেন ট্রাম্প!

ওয়াশিংটন, ১৬ জানুয়ারি- মার্কিন যুক্তরাষ্ট্রের বহু বছরের পুরনো প্রথা অনুযায়ী, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসের ড্রয়ারে একটি চিঠি রেখে যান পরবর্তী প্রেসিডেন্টের জন্য। ওই চিঠিতে উত্তরসূরিকে নানা বিষয়ে পরামর্শ দেয়া থাকে বিদায়ী প্রেসিডেন্টের। তবে এত বিকর্ত আর বিরোধের মধ্যে ট্রাম্প তার উত্তরসূরি জো বাইডেনের জন্য এমন কোনো চিঠি রেখে যাবেন কি না- এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন :  নির্বাচিত প্রতিনিধিদের হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প সমর্থকরা

বলা হচ্ছে, যদি রেখেও যান, তাহলে কী লেখা থাকতে পারে সেই চিঠিতে- তা নিয়ে কৌতুহলের অন্ত নেই। আগামী ২০ জানুয়ারি সকালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করবেন। আর দুপুরে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রেখে যাওয়া এমন চিঠি ডোনাল্ড ট্রাম্প অতিথিদের দেখাতেন। যেখানে সাবেক পূর্বসূরি হিসেবে ওবামা দেশের গণতন্ত্র ও সংবিধানের সমুন্নত রাখার চমৎকার সব কথা লিখেছিলেন। সাফল্য কামনা করেছিলেন উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

সূত্র: বিডি প্রতিদিন

আর/০৮:১৪/১৬ জানুয়ারি

Back to top button