এবার সৌদিতে বিচারকের আসনে নারীরা!
রিয়াদ, ১৬ জানুয়ারি- এবার বিচারকের আসনে বসতে যাচ্ছেন সৌদি আরবের নারীরা। শীঘ্রই নারীদের নিয়োগের জন্য বিভিন্ন পর্যায়ে পদক্ষেপ নিচ্ছে ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশ সৌদি।
দেশটি গেল কয়েক বছর ধরে সামাজিকসংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে এবার নারীদের বিচারক হিসেবে নিয়োগ হবে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের নারীর ক্ষমতায়ন বিষয়ক আন্ডারসেক্রেটারি হিন্দ আল-জাহিদ এমন তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন : চীনের তৈরি করোনার ভ্যাকসিন নিলেন এরদোগান
এক সাক্ষাৎকারে তিনি বলেন, নারীর ক্ষমতায়নের পথে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
নারীর অধিকার অর্জনে সৌদি অগ্রগতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জানিয়ে তিনি জানান, সৌদি শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি। বর্তমানে এই অংশগ্রহণের হার ৩১ শতাংশে পৌঁছে গেছে।
তিনি বলেন, সরকারি চাকরিতে সৌদি নারীদের অংশগ্রহণ ৩৯ থেকে ৪১ শতাংশ। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় অনেক বেড়েছে।
সূত্র: বিডি প্রতিদিন
আর/০৮:১৪/১৬ জানুয়ারি