পৌর নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা ছাত্রলীগ নেতার
মৌলভীবাজার, ১৬ জানুয়ারি- মৌলভীবাজারের কুলাউড়া পৌর নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদের নেতৃত্বে ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ৯নং ওয়ার্ডে লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (চানপুর, জগন্নাথপুর, মমরেজপুর ও লস্করপুর আংশিক) কেন্দ্রে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুমেল আহমদসহ কয়েকজন ব্যালট পেপার নিয়ে অবৈধ ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় ভোটাররা তাদের প্রতিহত করে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, রাজনৈতিক নেতা পরিচয়ধারী কয়েকজন কেন্দ্র দখলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, কিছু দুষ্কৃতিকারী ব্যালট পেপার ছিনতাই করে ভোট দেওয়ার চেষ্টা করে। সে ব্যালট পেপারটি উদ্ধার করেছি।
আরো পড়ুন: রোহিঙ্গাদের পর ভাসানচরে এবার বিদেশি সংস্থায় কর্মরতদের জন্য ভবন
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি ওই কেন্দ্রে যাইনি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এ প্রতিবেদ্ককে বলেন, কিছু ছেলে কেন্দ্রে ঢুকতে চেয়েছিল। বিরোধী এজেন্টরা বাধা দিলে তারা বের হয়ে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
সূত্র: জাগোনিউজ
আর/০৮:১৪/১৬ জানুয়ারি