রাজশাহী

নিজ এলাকায় ভোট দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী, ১৬ জানুয়ারি – দেশব্যাপী দ্বিতীয় দফার পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে রাজশাহীর তিনটি পৌরসভায়। এ নির্বাচনে শনিবার (১৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে নিজ এলাকায় ভোট দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।

বাঘা উপজেলার আড়ানী পৌরসভার জয়গুননেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন : জাতীয় সংসদে সব ধর্মাবলম্বীদের স্ব স্ব ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার দাবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আড়ানীর মানুষ উন্নয়নের পক্ষে রয়েছেন। তারা নৌকার পক্ষেই থাকবেন এবং নৌকার প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।’

এদিকে, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মোট ৯টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। সবকটি কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে পুরুষদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি চোখে পড়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এ/ ১৬ জানুয়ারি

Back to top button