মুন্সিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-মুখোশসহ চারজনকে গ্রেফতার
মুন্সিগঞ্জ, ১৫ জানুয়ারি – মুন্সিগঞ্জের শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও মুখোশসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞা।
এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার বেজগাঁও-বাড়ৈগাও সড়কের পূর্ব বেজগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পূর্ব বেজগাঁও গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে বিজয় (২০), শামীম শেখের ছেলে সানজিদ (২১), নূর ইসলামের ছেলে সাব্বির (২১) ও রবিন শেখের ছেলে মন্টু (২০)।
আরও পড়ুন : প্রেমিকার বাড়ির ট্রাংকে লুকিয়ে প্রাণটাই হারালেন প্রেমিক
ওসি জানান, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে স্টিলের দুটি চাপাতি, একটি চাকু ও তিনটি মুখোশ জব্দ করা হয়। আটক চারজনকে ১০ দিন করে রিমান্ডে নিতে মুন্সিগঞ্জ আদালতে আবেদন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুনের বাড়িসহ বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি সংঘঠিত হয়। এ কারণে সেখানে টহল জোরদার করে পুলিশ। পুলিশি তৎপরতা জোরালো করার দুই সপ্তাহের মধ্যেই ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজন গ্রেফতর করা হলো।
সূত্র : জাগো নিউজ
এন এ/ ১৫ জানুয়ারি