নোয়াখালী
হাতিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
নোয়াখালী, ১৫ জানুয়ারি – নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ নোমান ছিদ্দিক (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে ৬১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাকারবারিদের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।
আরও পড়ুন : টাকা দিচ্ছে খেয়ে ফেলুন, এগুলো লুটপাটের টাকা: কাদের মির্জা (ভিডিও)
নোমান ছিদ্দিক জাহাজমারা ইউনিয়নের বিরবিরি ৪নং ওয়ার্ডের মধ্য লক্ষ্মীদিয়া গ্রামের আবসারুল হকের ছেলে।
এ বিষয়ে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান, নোমানকে ৬১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : যুগান্তর
এন এ/ ১৫ জানুয়ারি