দক্ষিণ এশিয়া

ভারত-পাকিস্তান সীমান্তে গুলিতে পাকিস্তানি সেনা নিহত

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি- ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। খবর ডন অনলাইনের।

বুধবার (১৪ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, ভারত-পাকিস্তান সীমান্তের দেবা সেক্টরে যুদ্ধবিরতি ভঙ্গ করে ভারতীয় সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায়। পাকিস্তান পাল্টা জবাব দিলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে পাকিস্তানি এক সিপাহী নিহত হন। তার নাম নাবিল লিয়াকত (২৮)।

আরও পড়ুন: ইমরানের বিরুদ্ধে জিহাদের ডাক বিরোধীদের

এছাড়াও পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে অভিযান পরিচালনার সময় জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সেনাসদস্য নিহত হয়েছেন।

আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা করা হয়। এতে দুই সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়। এর মধ্যে একজন বোমা বিশেষজ্ঞ রয়েছেন। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন পাকিস্তানি সেনা নিহত হন।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/১৪ জানুয়ারি

Back to top button