ঢাকা, ১৪ জানুয়ারি- রাত দশটা থেকে সকাল ছয়টা সাতটা পর্যন্ত মেয়ের দেখাশুনা করতো সাকিব। এ জন্যই সাকিব তামিমের আড্ডায় যোগ দিতে পারেন নি করোনার সময়ে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব। করোনার সময়ে কোন পরিচারিকা ছিলো না। তাই সাকিব নিজেই মেয়ের দেখাশুনা করতেন।
আরও পড়ুন : দাদি হারালেন সাকিব আল হাসান
সারারাত জেগে ডিউটি করে সকালে ঘুমাতেন। শ্বাশুড়ি ও স্ত্রী বাকি সময় বাচ্চার দেখভাল করত। ঠিক ওই সময়ই তামিমের আড্ডা হত। কারণ সাকিব ওই সময় যুক্তরাষ্ট্রে ছিলেন।
সাকিব শিশির দম্পত্তি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা মা হন গতবছরের এপ্রিলে। সাকিব আল হাসান তৃতীয় সন্তানের বাবা হওয়ার জন্য অপেক্ষায় আছেন। কিছুদিন আগেই একথা সাকিব নিজেই ভেরিফাইড ফেইসবুক পেইজে ঘোষণা দেন।
সূত্র: বিডি২৪লাইভ
আর/০৮:১৪/১৪ জানুয়ারি