ইউরোপ

করোনা টিকা আসলেও ‘হার্ড ইমিউনিটি’ এখনও অনেক দূরে

জেনেভা, ১৪ জানুয়ারি- করোনা টিকা নিয়ে খুব প্রত্যাশিত ভাবেই হইচই পড়ে গেছে বিশ্ব জুড়ে। মানুষ এখন যেন একটু স্বস্তির নিশ্বাস ফেলছেন। ভাবছেন আতঙ্কের দিন বুঝি শেষ হতে চলল। কিন্তু এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল, টিকা এসে গেলেও থাকতে হবে সাবধানে, মানতে হবে করোনা সুরক্ষাবিধি। কেননা হার্ড ইমিউনিটি এখনও অনেক দূরে।

আরও পড়ুন :  যুক্তরাজ্যে করোনায় একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

বিশ্ব জুড়ে করোনার টিকাকরণ শুরু হলেও ‘হার্ড ইমিউনিটি’ গড়ে ওঠার এখনই কোনও সম্ভাবনা নেই বলেই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন সংস্থাটির মুখ্য গবেষক সৌম্যা স্বামীনাথন। তিনিই জানান, ২০২১ সালের মধ্যে ‘হার্ড ইমিউনিটি’ গড়ে ওঠা সম্ভব নয়।

তাই তার পরামর্শ, টিকা এসে গেলেও আগের মতোই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘন ঘন হাত ধোয়া, সর্বদা মাস্ক পরে থাকাও বাধ্যতামূলক।

সূত্র: বিডি প্রতিদিন

আর/০৮:১৪/১৪ জানুয়ারি

Back to top button