জাতীয়

দেশে করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৮১৩

আবু জাফর

ঢাকা, ১৪ জানুয়ারি- দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮৪৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮১৩ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৮৩ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন :  ঢাকা-আরিচা মহাসড়কে সেতুতে ফাঁটল, তীব্র যানজট

এতে আরো জানানো হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৩৭টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৬০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ১৮ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/১৪ জানুয়ারি

Back to top button