ইউরোপ

যুক্তরাজ্যে করোনায় একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

লন্ডন, ১৪ জানুয়ারি- যুক্তরাজ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় (বুধবার) দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৬৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন :  করোনার ভ্যাকসিন নিলেন রানী এলিজাবেথ

গত বছরের মার্চে করোনাভাইরাস মহামারী শুরুর পর এই প্রথম দেশটিতে একদিনে দেড় হাজার মৃত্যু অতিক্রম করল। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

এই নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়াল ৮৪ হাজার ৭৬৭ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৫২৫ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ১১ হাজার ৫৭৬ জনে।

সূত্র: বিডি প্রতিদিন

আর/০৮:১৪/১৪ জানুয়ারি

Back to top button