করোনায় চিকিৎসক মাহমুদা খানমের মৃত্যু
হবিগঞ্জ, ১৪ জানুয়ারি- করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের চিকিৎসক মাহমুদা খানম লিলি (৬২)। মঙ্গলবার (১২ জানুয়ারি) তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই গোলাম সারোয়ার উদ্দিন বাবলু।
বুধবার (১৩ জানুয়ারি) মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে তিনি ব্রেইন স্ট্রোক করে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন মন্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের
তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের মোল্লা বাড়ির অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার নূরউদ্দিনের মেয়ে ।
ডাক্তার লিলি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক।
এদিকে উনার মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।
সূত্র: জাগোনিউজ
আর/০৮:১৪/১৪ জানুয়ারি