জাতীয়

ব্যারিস্টার মওদুদকে কেবিনে স্থানান্তর

ঢাকা, ১৩ জানুয়ারি- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে মওদুদ আহমদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ প্রতিবেদ্ককে এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, মওদুদ আহমদ সাহেব আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন।

আরও পড়ুন :   বেসরকারিভাবেও ভ্যাকসিন বিক্রি করবে বেক্সিমকো

এর আগে গত ৭ জানুয়ারি প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে মওদুদ আহমদের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মওদুদের দেহে এই যন্ত্র বসানো হয়।

গত ৩০ ডিসেম্বর মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/১৩ জানুয়ারি

Back to top button