ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রাক-আলমসাধু সংঘর্ষ, নিহত ৭

ঝিনাইদহ, ১৩ জানুয়ারি- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মদনডাঙ্গা বাজার এলাকার শ্রীরামপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে আলমসাধুর সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন ৫ জন।

বুধবার পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক এবং তাদের বাড়ি সদর উপজেলার কলোমনখালী গ্রামে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

খবর পেয়ে থানা পুলিশ এবং ঝিনাইদহ ও শৈলকূপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আফান উদ্দীন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হতাহতরা একটি আলমসাধু গাড়িতে চেপে বাড়ি ফিরছিলো। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর নামক স্থানে পৌঁছালে রাস্তা খারাপ হওয়ায় পাশ দিয়ে (রং সাইট) যেতে গেলে প্রথমে তাদের বহনকৃত আলমসাধুকে পেছন থেকে আসা একটি পরিবহন ধাক্কা দেয়। এতে তারা রাস্তার উপর ছিটকে পড়ে।

আরো পড়ুন:  গোপনে নয়, প্রকাশ্যে ভোট দিতে বললেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী

পরে সেনা কল্যাণ সংস্থার একটি ট্রাক তাদের পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে মারা যায় ৭ জন। এছাড়া ৫ জনকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম খবরের সত্যতা স্বীকার করে জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/১৩ জানুয়ারি

Back to top button