বিজেপিতে ৪ মাসের অতিথি শুভেন্দু অধিকারী, দাবি জ্যোতিপ্রিয়র
কলকাতা, ১২ জানুয়ারি- বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে পারেন শুভেন্দু অধিকারী। চাঞ্চল্যকর এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে জ্যোতিপ্রিয় দাবি করেন, বিধানসভা নির্বাচন মিটলেই তৃণমূলে যোগ দেবেন ৭ জন সাংসদ। সঙ্গে দলে ফিরবেন দলত্যাগী বিধায়করাও।
এদিন জ্যোতিপ্রিয়বাবু দাবি করেন, ‘শুভেন্দু অধিকারী কি বিজেপিতে থাকবেন? ৪ মাস বিজেপিতে থাকবেন উনি? না কি বিজেপিতে কাজকর্ম হয়ে গেলে ছেড়ে দেবেন?’
আরও পড়ুন : আবারো মোদিকে ‘খোঁচা’ দিলেন নুসরাত
খাদ্যমন্ত্রীর দাবি, ‘ভোটের পর কেউ বিজেপিতে থাকবেন না। ৭ জন বিজেপি সাংসদ মে মাসে তৃণমূলে যোগদান করবেন। বিধায়করাও ফিরবেন। ইতিমধ্যে লাইন পড়ে গিয়েছে।’ তিনি বলেন, ‘যারা দুর্নীতিগ্রস্ত, টাকা খেয়ে হজম করতে পারছে না তারা বিজেপিতে গেছে। তবে তৃণমূলে তাদের ফেরার রাস্তা থাকবে না। ৩১ মের পর গেটটা বন্ধ হয়ে যাবে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
আর/০৮:১৪/১২ জানুয়ারি