উত্তর আমেরিকা

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও নিলেন বাইডেন

ওয়াশিংটন, ১২ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার করোনাভাইরাস (কভিড-১৯) টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

টিকা নিতে জনগণকে উৎসাহিত করতে সরাসরি টিভি ক্যামেরার সামনে প্রথম ডোজ টিকা নেওয়ার তিন সপ্তাহ পর তিনি এ ভ্যাকসিন নিলেন। খবর: এএফপি।

৭৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্টকে টিকা দেওয়ার জন্য চিকিৎসককে ধন্যবাদ দিতে দেখা যায়।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মার্কিন জনগণের হাতে টিকা তুলে দেওয়া। আর এটা যেন আমরা দ্রুততার সঙ্গে করতে পারি।’

আরও পড়ুন : ট্রাম্প সমর্থক ৭০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

গত ২১ ডিসেম্বর নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারের নিউওয়ার্কে ক্রিস্টিনা হাসপাতালে তার প্রথম ডোজ টিকা নেওয়ার সময় বাইডেন মার্কিন নাগরিকদের বলেছিলেন, এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই।

করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ সাড়ে ১৪ হাজার শনাক্ত এবং প্রায় সাড়ে ১৯শ’ মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/১২ জানুয়ারি

Back to top button