ক্রিকেট

স্ত্রীর টুইট দেখে কেঁদেই ফেললেন অশ্বিন

সিড্নি, ১১ জানুয়ারি- অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না সিডনি টেস্ট ড্র হতে পারে। প্রায় দুদিন অজি পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা সেটাই বিশ্বাস করতে পারছিলেন না অনেকে। তার উপর চোটে জর্জরিত ছিলেন ভারতীয় দলের একাধিক ক্রিকেটার। এমন পরিস্থিতিতে ভারতীয় ব্যাটসম্যানরা দাঁতে দাঁত কামড়ে লড়াই করে সোমবার ম্যাচটি ড্র করেছেন।

পান্ত ও জাদেজার চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চাপে ফেলেছিল। জাদেজার বাঁ-হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়েছে। পান্তের কনুইয়ের চোট গুরুতর না হলেও দুদিন ধরে প্রবল ব্যথা অনুভব করছিলেন তিনি। তবে ব্যথা নিয়েই দ্বিতীয় ইনিংসে দুরন্ত ৯৭ রান করেছেন পান্ত।

আরো দুজন চোট সত্ত্বেও লড়লেন। হনুমা বিহারী ও আর অশ্বিন। দুজনেই চোটে আক্রান্ত ছিলেন। হনুমা হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু ছিলেন। অশ্বিন ভুগছিলেন কোমরের ব্যথায়। তবে দলের স্বার্থে দুজনেই ব্যথা সহ্য করে ক্রিজে টিকে ছিলেন।

আরও পড়ুন :  সিডনি টেস্ট ড্র করল ভারত

রবীচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি রয়েছেন অস্ট্রেলিয়ায়। ভারতীয় দল সিডনি টেস্ট ড্র করার পর প্রীতি টুইটে লেখেন, ‘মানুষটা গত রাতে প্রচণ্ড কোমরের ব্যথা নিয়ে ঘুমাতে গিয়েছিল। সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথার জন্য সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। এমনকি জুতোর ফিতে বাঁধার জন্যও ঝুঁকতে পারছিল না। তারপরও অশ্বিন যেটা করল তা দেখে আমি তো অবাক।’

প্রীতির টুইটের জবাবে অশ্বিন লিখলেন, ‘এটা পড়ে সত্যিই কেঁদে ফেললাম। যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।’

সোমবার সিডনিতে শেষ হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। ম্যাচটি ড্র হয়েছে। যার ফলে সিরিজের ফলাফলও এখন ১-১। প্রথম ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে জয় পায় ভারত।

সূত্র: ঢাকাটাইমস

আর/০৮:১৪/১১ জানুয়ারি

Back to top button