ঢালিউড

জামিন পেলেন পরিচালক অনন্য মামুন

ঢাকা, ১১ জানুয়ারি- ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে নিয়ে অশালীন সংলাপ রাখার অভিযোগে করা মামলায় চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধার জামিন মঞ্জুর করেছেন আদালত।

পর্নোগ্রাফি আইনে এ মামলায় আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এ জামিন মঞ্জুর করেন। আসামিদের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক।

আরও পড়ুন : মরে গেলে হাশরের ময়দানে দেখা হবে: কাদের মির্জা

‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে গত ২৪ ডিসেম্বর তাদের আটক করা হয়। এরপর ডিবির পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন রমনা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এ মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাদের আদালতে নেওয়া হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তারা কারাগারেই ছিলেন।

দীর্ঘ সাত বছর পর ‘নবাব এলএলবি’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শাকিব খান ও মাহিয়া মাহি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনন্য মামুন। এটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/১১ জানুয়ারি

Back to top button