নোয়াখালী

কর্মীদের যে শপথ বাক্য পড়ালেন ওবায়দুল কাদেরের ভাই (ভিডিও)

নোয়াখালী, ১১ জানুয়ারি- নোয়াখালী বসুরহাট পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের প্রত্যয়ে কর্মীদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। আজ সোমবার বিকেলে আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কর্মীদেরকে শপথ পাঠ করান তিনি।

বসুরহাট পৌরসভার মেয়রপ্রার্থী আবদুল কাদের মির্জা কর্মীদের শপথগ্রহণে পাঠ করান, ‘আবদুল কাদের মির্জাকে জয়ী করার লক্ষ্যে কর্মীদেরকে সততা, নিষ্ঠা ও ঈমানদারীর সঙ্গে ভোটের দিন আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করিব। কোনো প্রকার জালিয়াতির আশ্রয় নিবো না। বল প্রয়োগের মাধ্যমে কোনো ভোটারের ভোটাধিকার হরণ থেকে বিরত থাকব। জীবন বাজী রেখে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আমার ওপর অর্পিত দায়িত্ব থেকে আমি কোনোরকম বিচ্যুত হব না।’

আড়ও পড়ুন :  মরে গেলে হাশরের ময়দানে দেখা হবে: কাদের মির্জা

শপথ বাক্যে কর্মীদের তিনি আরও বলেন, ‘নেতৃবৃন্দের পরামর্শ ছাড়া এমন কোনো কাজ করব না, যাতে দলীয় নৌকা মার্কার প্রার্থীর ক্ষতি হয়। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করে জয় পাওয়ার জন্য আমার জীবন উৎসর্গ করার ঘোষণা দিলাম। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন, আমিন, আমিন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রোমেল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/১১ জানুয়ারি

Back to top button