পশ্চিমবঙ্গ

ট্রাম্প যেমন হেরে গিয়েও জিতেছি-জিতেছি করছেন, ঠিক তেমনি বিজেপিও: মমতা

কলকাতা, ১১ জানুয়ারি- দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট। জনসংযোগ বাড়াতে তৎপরতা তুঙ্গে শাসক-বিরোধী রাজনৈতিক দলগুলির। সোমবার রানাঘাটের সভা থেকে ফের বিরোধী বিজেপিকে নিশানা করলেন তৃণমূলনেত্রী। বিজেপির সমালোচনা করতে গিয়ে টানলেন ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ। গেরুয়া শিবিরকে বিঁধে মমতার কটাক্ষ, ‘‘ট্রাম্প যেমন হেরে গিয়েও জতে-জিতেছি করছেন, ঠিক তেমনি বিজেপিও হেরে জিতেছি-জিতেছি করছে।’’

সোমবার রানাঘাটের হবিবপুরে সভা করেন তৃণমূলনেত্রী। সবা-মঞ্চে এদিন বক্তৃতা করতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া ছিলেন আক্রমণাত্মক মেজাজে। বক্তৃতায় মতুয়াদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি একাধিক ইস্যুতে তুলোধনা করলেন বিজেপিকে। একুশের ভোটে বাংলা দখলে মরিয়া বিজেপি। আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে প্রত্যয়ী দলের নেতারা। এদিন বিজেপির সেই প্রত্যয়কেই নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো।

বিজেপিকে বিঁধে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ট্রাম্প যেমন হেরে গিয়েও জিতেছি-জিতেছি করছেন, ঠিক তেমনি বিজেপিও হেরে গিয়ে জিতেছি-জিতেছি করছে।’’ ভোটের আগে বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ তৃণমূলনেত্রীর।

টাকা বিলিয়ে বিজপি ভোট কেনার চেষ্টা করছে বলেও এদিন অভিযোগ তুলেছেন মমতা। এপ্রসঙ্গে তিনি এদিন বলেন, ‘‘ভোটের আগে গ্রামে গ্রামে গিয়ে কুৎসা রটাচ্ছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। টাকা দিলে নিয়ে নিন, হজম করে দিন। ভোট এলেই চাকরি দেওয়ার কথা বলে বিজেপি। বিজেপির মিথ্যার জুড়ি নেই। ’’

আরও পড়ুন :  ভ্যাকসিনের জন্য দোয়া চেয়ে হবু দম্পতির অভিনব বিয়ের কার্ড

বিজেপি ইডি, সিবিআই দিয়ে ভয় দেখিয়ে দল-ভাঙানোর চেষ্টা চালাচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ইডি, সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে। কালো টাকা সাদা করানোর টোপ দিয়ে দলে টানছে। কাউকে টাকা দিয়ে কিনছে, কাউকে ভয় দেখিয়ে কিনছে। ওরা আমাকে একটু-একটু ভয় পায়, জানে আমি মাথা বিক্রি করি না।’’

বিজেপির বাংলা দখলের অভিপ্রায় পূরণ হবে না বলে এদিন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বাংলা বাংলার মতো থাকবে। বাংলাকে বেচতে দেব না। বিজেপি তাণ্ডব করলে শান্তিপূর্ণভাবে জবাব দেবেন মা-বোনেরা। বাংলার মেরুদণ্ড ভাঙতে দেব না।’’

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/১১ জানুয়ারি

Back to top button