বলিউড

বলিউডে অমিতাভ বচ্চনের পরেই রয়েছি আমি, দাবি কঙ্গনার

মুম্বাই, ১১ জানুয়ারি- বিভিন্ন সময়েই নানামুখী মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি নিজেকে তুলনা করেছেন বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে।

তাপসী পান্নু তাকে নকল করেন, এমন দাবি কঙ্গনা রানাউত দীর্ঘ দিন ধরেই করে আসছেন। সম্প্রতি এক পত্রিকার ফটোশুট করেছেন তাপসী। সেই ছবি দেখে এক কঙ্গনা-ভক্ত পোস্ট দিয়েছেন, ছবিতে তাপসী নাকি পুরোপুরি কঙ্গনার হাবভাব নকল করছেন।

ব্যস! আর কঙ্গনাকে থামিয়ে রাখা যায়নি। তিনি সেই অনুরাগীর পোস্ট শেয়ার করে তাপসীকে ব্যঙ্গ করে নানা কথা বলতে শুরু করেন। ‘আমি মুগ্ধ। ও (তাপসী) আমার প্রকৃত ভক্ত। যে ভাবে ও মনপ্রাণ দিয়ে আমার দিকে নজর রাখে আর নকল করে, তা দারুণ’। তাপসী সম্পর্কে বলতে গিয়ে এমনটাই বলেছেন কঙ্গনা। শুধু সরাসরি তাপসীর নামটুকু লেখেননি তিনি।

আরও পড়ুন :  সানি লিওনের অজানা তথ্য ও দুর্লভ ছবি

তাপসীর সমালোচনা করতে গিয়ে কঙ্গনা বলেছেন, জনপ্রিয় সংস্কৃতিকে তিনি যে জায়গায় নিয়ে গিয়েছেন, সেই জায়গায় কোনো মহিলাই নিয়ে যেতে পারেননি। এর পরই তার দাবি, বিগ বি-কে নকল করা হয়েছে সবচেয়ে বেশি, তার পরেই তিনি।

কঙ্গনার এই দাবিতে কিছুটা হলেও চটেছেন অমিতাভ-অনুরাগীরা। তাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছেন, শেষে মেগাস্টারের নাম টেনে ওই তুলনাটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে কঙ্গনার।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/১১ জানুয়ারি

Back to top button