হাসপাতালে ভর্তি বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না, অবস্থা আশঙ্কাজনক
সিলেট, ১০ জানুয়ারি- স্যাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়নাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত জানান, নিজামউদ্দিন লস্কর শুক্রবার (৮ জানুয়ারি) ব্রেনস্ট্রোক করেন। এরপর তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালে লাইফসাপোর্টে আছেন।
রাজত বলেন, রাতে তার সিটিস্ক্যান করানো হবে। সিটিস্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন : মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনার চাঞ্চল্যকর মৃত্যুর রহস্য উদঘাটন!
নিজাম উদ্দিন লস্কর কিডনির সমস্যাসহ আরও নানা জটিল রোগে ভূগছেন। তাকে নিয়মিত ডায়ালোসিস করাতে হয়।
নিজাম উদ্দিন লস্কর ময়না একাত্তরে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে বীরোত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি সম্মুখ যুদ্ধে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। তিনি নাট্যকার, নির্দেশক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে সিলেটে সুপরিচিত।
সূত্র: সিলেটটুডে
আর/০৮:১৪/১০ জানুয়ারি