ক্রিকেট

যথেষ্ট অনুশীলনের সুযোগ-সুবিধা পাননি, অভিযোগ সাকিবের

ঢাকা, ২৪ মে – টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১৯ নম্বরে অবস্থান নবাগত দল মার্কিন যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের র‌্যাংকিং সেখান ৯ নম্বর। দশ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে পরপর দুই ম্যাচ হারল টাইগাররা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যা অন্যতম বড় বিপর্যয়। দলের এমন ভরাডুবির পেছনে ব্যাটিং ছিল মূল সমস্যা। বিশ্বসেরা অলরান্ডার সাকিব আল হাসানের কণ্ঠেও ফুটে উঠল একই কথা।

ম্যাচেশেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়নি পিচ অত খারাপ ছিল। আমরা ভালো ব্যাট করিনি। আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল।’

দলের হারের মূল কারণ টপ অর্ডারের ব্যর্থতা কি না এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সাকিব, ‘আমি এটি বলতে পারব না। এটার উত্তর আমার কাছে নেই।।’ তবে এমন হারকে হতাশাজন বলেও উল্লেখ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, ‘হারটা অবশ্যই হতাশার। যেকোনো ম্যাচ হারাটাই হতাশাজনক। কেউ আশা করেনি দুইটা ম্যাচ আমরা হেরে যাব। আমাদের জন্য অবশ্যই হতাশাজনক।’

তবে যুক্তরাষ্ট্রের কাছে এমন হার বিশ্বকাপের জন্য বোধোদয়ের ব্যাপার হতে পারে বলেও মনে করেন সাকিব, ‘এখানে বিশ্বকাপ খেলতে এসেছি আমরা। এটি আমাদের জন্য জেগে ওঠার ডাক হতে পারে। আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি।’

যুক্তরাষ্ট্রে অনুশীলনের যথেষ্ট অভাবও দেখছেন সাকিব, ‘আসলে এটাকে যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের বোলিং-ব্যাটিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধার আরও বেশি দরকার ছিল। আমরা এগুলোর কিছুই পাইনি।’

টি-টোয়েন্টিতে কোনো দলকে যে ছোট বলার সুযোগ নেই সেটি আরও একবার মনে করিয়ে দিলেন এই অলরাউন্ডার, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ দল ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। পাকিস্তানের মতো দল আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৪ মে ২০২৪

Back to top button