মধ্যপ্রাচ্য

জন্মভূমিতে আজ চিরনিদ্রায় শায়িত হবেন রাইসি

তেহরান, ২৩ মে – আজ বৃহস্পতিবার চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নিজ জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, তার আগে সকালে খোরাসানে তাকে শেষ বিদায় জানাবেন সর্বস্তরের মানুষ।

গত রবিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

গতকাল বুধবার নিহতদের জানাজা পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। জানাজার নামাজে কয়েক লাখ মানুষ অংশ নেন। যার মধ্যে অসংখ্য নারীও ছিলেন। নারী ও পুরুষ উভয়ই কালো কাপড় পরে এসেছিলেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৩ মে ২০২৪

Back to top button