জাতীয়

ঢাকা আজ সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর

ঢাকা, ২৩ মে – দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। আজ বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য শহরের চেয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। সকাল ১০টা ৫ মিনিটে ১৮৭ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে।

একই সময়ে বায়ুদূষণে ঢাকার পর দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ১৭৭। তৃতীয় অবস্থানে থাকা মিসরের কায়রোর স্কোর ১৫৩। চর্তুথ অবস্থানে বাহরাইনের মানামা, শহরটির স্কোর ১৪৬।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৩ মে ২০২৪

Back to top button