পশ্চিমবঙ্গ

বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ অভিষেকের

কলকাতা, ৬ জানুয়ারি- মানহানীর অভিযোগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দুর্নীতির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন বাবুল৷ তার জবাবে বাবুল সুপ্রিয়কে পাল্টা আইনি নোটিশ পাঠালেন অভিষেক৷

এর আগেও বাবুলের তীর্যক মন্তব্য নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ এবার আদালত অবমানার অভিযোগে বাবুলকে আইনি নোটিশ পাঠালেন তিনি৷ ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক৷ প্রসঙ্গত, ‘ভাইপো’ বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল বলে অভিযোগ৷

আরও পড়ুন :  লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা

দুর্নীতির অভিযোগে অভিষেককে কাঠগড়ায় তুলেছিলেন বাবুল৷ যার জেরেই আসানসোলের সাংসদকে আইনি নোটিশ পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর আগে গত সেপ্টেম্বর মাসে বাবুল সুপ্রিয়কে মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তৃণমূল যুব নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু শব্দ তুলে ভিত্তিহীন ও মিথ্যা দোষারোপ করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি৷ টুইটার কর্তৃপক্ষকেও নোটিশ পাঠিয়েছিলেন অভিষেকের আইনজীবী৷ যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাত্তা দিতে নারাজ বাবুল সুপ্রিয়৷

কয়েক দিন আগেও সুর চড়িয়ে বাবুল বলেছিলেন, ‘‘রাজনীতিতে ওঁর কোনও অবদান নেই৷ ওঁর আসল নাম ভাইপো৷’’ অন্যদিকে, দল বদলের পর থেকেই আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী৷ প্রায় প্রতিটি সভা থেকেই তিনি নিশানা করেছেন শাসক দলকে৷

রাজ্য থেকে ‘তোলাবাজ ভাইপো’ হঠানোর হুঙ্কার দিয়েছেন তিনি৷ নাম না করেই একাধিক দুর্নীতির অভিযোগে দুষেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/৬ জানুয়ারি

Back to top button