ব্যবসা

টানা সপ্তম দফায় কমলো সোনার দাম

ঢাকা, ৩০ এপিল – দেশের বাজারে টানা সাত দফায় কমলো সোনার দাম। দাম কমে এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে ১ লাখ ১১ হাজার ৪১ টাকায়।

মঙ্গলবার নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনার দাম কমেছে ৪২০ টাকা। বিকাল ৪টা থেকে সারাদেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার এ তথ্য জানায়। বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ ৬ হাজার ২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯০ হাজার ৮৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৫ হাজার ৫৫৯ টাকা করা হয়েছে।

এর আগে, ২৭ এপ্রিল ৬৩০ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা এবং ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা এবং ২৮ এপ্রিল ৩১৫ টাকা কমানো হয়। গতকাল ২৯ এপ্রিল কমানো হয় ১১৫৫ টাকা। এখন আবার দাম কমানোর মাধ্যমে সাত দফায় ভালো মানের সোনার দাম ভরিতে ৮ হাজার ৩৮৭ টাকা কমলো।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ৩০ এপিল ২০২৪

Back to top button